Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 98

Language: বাংলা
Language: English Translation
  • পরিধান-বস্ত্র নাহি, পেটে নাহি ভাত।
    লোকেরে জানায়
    , ‘ভাব হইল আমাত’

    সাধারণ লোকের বিশ্বাস এই যে, উত্তম বস্ত্র পরিধান করিয়া সভ্য হইতে পারিলেই ‘ভাল বৈষ্ণব’ হওয়া যায় এবং অধিক উপার্জন করিয়া সুভোজন করিতে পারিলেই ‘বৈষ্ণব’ হইতে পারা যায়। উত্তম বসন পরিধান ও সুস্বাদু দ্রব্য গ্রহণের বৃত্তি ছাড়িলে তবে উন্নত-চিন্তা-প্রভাবে ভগবৎসেবায় অধিকার হয়, ইহাই শাস্ত্র প্রসিদ্ধি; সুতরাং অভাবগ্রস্ত লোকসকল কৃত্রিম ভাব যোজনা করিয়া বাহিরের লোকদিগকে দেখাইবার জন্য এবং তাহাদের নিকট সম্মান লাভ করিবার উদ্দেশ্যে নিজেদের অভাবক্লিষ্ট অবস্থায় সুযোগ গ্রহণ করিয়া ভাবভক্তিতে অবস্থিত ভক্ত বলিয়া পরিচয় দেয়। যাহারা কৃত্রিমভাবে আপনাদের উন্নত জীবনের পরিচয় দেয়, সেই ধর্মধ্বজিগণের সম্বন্ধে নিন্দার আরোপ ভগবদ্ভক্তের স্কন্ধে চাপাইতে গেলে পাপ স্পর্শ করে।

Page execution time: 0.0703690052032 sec