দুর্গোৎসবার্থ ব্যবহৃত মৃদঙ্গাদি সংকীর্তনার্থ ব্যবহার—
মৃদঙ্গ-মন্দিরা-শঙ্খ আছে সর্বঘরে।
দুর্গোৎসব-কালে বাদ্য বাজা’বার তরে॥
ধর্মপ্রাণ সকলেরই গৃহে মৃদঙ্গশঙ্খাদি বাদ্যযন্ত্র ছিল। ঐগুলি শরৎকালে অথবা চৈত্রমাসে মহামায়ার পূজোপলক্ষে বাজান হইত। ঐসকল পূজা সাময়িক ও জাগতিক বিষয় সুখ-লাভের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। এক্ষণে নিরন্তর হরিকীর্তন কালে ঐসকল বাদ্যযন্ত্র নিযুক্ত হইল।