দন্তে তৃণ করি’ প্রভু পরিহার করে।
“অহর্নিশ ভাই সব, ভজহ কৃষ্ণেরে॥
শ্রীগৗরসুন্দর বিনীত-ভাবে সকল দাম্ভিক লোকের নিকট দৈন্য প্রকাশ করিয়া ‘সর্বক্ষণ কৃষ-সেবায় সকলেই আত্মনিয়োগ কর’ এবং “কৃষ্ণভজন ব্যতীত আর কোন প্রকারে আত্মনিয়োগ কর্তব্য নহে’’---অনুনয় বিনয়-সহকারে এইরূপ প্রার্থনা জানাইলেন।