সংকীর্তন—
সংকীর্তন কহিল এ তোমা’সবাকারে॥
স্ত্রী-পুত্রে-বাপে মিলি’ কর’ গিয়া ঘরে॥”
বীজ-পুটিত চতুর্থ্যন্ত-পদ-প্রযুক্ত মন্ত্র বা প্রণব পুটিত চতুর্থ্যন্ত মন্ত্র কীর্তনীয় নহে; পরন্তু ‘নাম' বা সম্বোধন-পদযুক্ত নাম বা বীজ-প্রণব-রহিত চতুর্থান্ত পদ-প্রযুক্ত-‘নমঃ’ শব্দযুক্ত মন্ত্রও সঙ্কীর্তনীয়; যথা “হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ”—এই পদ সঙ্কীর্তনীয়।