প্রভুর কীর্তনে প্রবেশাধিকার না পাইয়া বিজাতীয়াশয় ব্যক্তিগণের বিবিধ উক্তি—
অগোচরে দূরে থাকি’ মিলি দশ-পাঁচে।
মন্দ মাত্র বলে, যম-ঘরে যায় পাছে॥
অধিকার না পাইয়া সাধারণ (অপ্রবিষ্ট) জনগণ ভগবদ্ভজন-প্রণালীর নিন্দাপূর্বক জীবিতোত্তরকালে যম-কর্তৃক দণ্ডিত হন।