গ্রন্থকার-কর্তৃক বিপ্রকে স্বগোষ্ঠীতে স্বীকার ও সম্মান দান—
সেই দ্বিজ-চরণে আমার নমস্কার।চৈতন্যের দণ্ডে হৈল হেন বুদ্ধি যাঁ’র॥
অপরাধফলে দণ্ডিত বিপ্রকে শ্রীঠাকুর বৃন্দাবনের সগোষ্ঠীতে স্বীকার ও সম্মান-দানের অভিলাষ বর্ণিত হইতেছে।