Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 531

Language: বাংলা
Language: English Translation
  • অদ্বৈত-পদে গ্রন্থকারের প্রণতি—

    অদ্বৈত-চরণে মোর এই নমস্কার।
    তান প্রিয় তাহে মতি রহুক আমার

    অদ্বৈতাচার্যের আনুগত্য-ছলনায় যে সকল ব্যক্তির শ্রীগদাধর পণ্ডিতের শ্রীচরণে অপরাধ করেন, তাহারা কখনও শ্রীঅদ্বৈতের নিজ-দাস হইতে পারেন না, তাহারা কেবল মাত্র পাপিষ্ঠ। গদাধরাদি-ভক্ত-প্রশংসাকারী অদ্বৈত প্রভুর প্রকৃত দাসগণের চরণে গ্রন্থাকারের সর্বদামতি থাকুক। শ্রীচৈতন্যদেবের প্রকৃত দর্শন লাভ কে করিতে পারেন,—ইহার নিদর্শন জানিতে হইলে দেখিতে হইবে যে, যিনি চৈতন্য-কথা শুনিতে সুখ বোধ করেন, তিনিই শ্রীচৈতন্যের সেবায় যোগ্যতা লাভ করেন।

Page execution time: 0.0430541038513 sec