সর্ব-ভাবে ভজে কৃষ্ণ, কারে না যে নিন্দে।
সেই সে গণনা পায় বৈষ্ণবের বৃন্দে॥
শ্রীভগবান্কে সর্বতোভাবে ভজন করিলে ভগবানের বহিরঙ্গা শক্তিতে যে সকল দেবতা পরিদৃষ্ট হন, তাঁহাদের নিন্দা করিবার অবকাশ হয় না। সেই অপরের নিন্দাশূন্য মহাভাগবত প্রকৃত প্রস্তাবে উত্তম ভগবৎসেবকের শ্রেণীতে পরিগণিত হন।