ইহাতে যে এক বৈষ্ণবের পক্ষ লয়।
অন্য বৈষ্ণবেরে নিন্দে, সে-ই যায় ক্ষয়॥
শ্রীনিত্যানন্দ-প্রভু ও শ্রীঅদ্বৈত প্রভুর সহিত যে প্রেমকলহ, তাহা কৃষ্ণের ইচ্ছায় সম্পন্ন হয়—একথা বহির্মুখ লোকে বুঝিতে পারে না। না বুঝিয়া একজনের পক্ষ অবলম্বন করিলে অপর বৈষ্ণবের সহিত বিরোধ করা হয়; কিন্তু তাদৃশী ক্রিয়ার ফলে অপরাধই সঞ্চিত হয়।