হেন ‘ভক্তি’ বিনে ভক্ত সেবিলে না হয়।
অতএব ভক্ত-সেবা সর্ব-শাস্ত্রে কয়॥
জীবের বদ্ধদশা হইতে উন্মুক্ত হইবার আর কোন উপায় নাই—কেবল সর্বতোভাবে ভক্তগণের অনুগমন ও তাঁহাদের সেবা-ব্যতীত; ইহাই সকল পাণ্ডিত্যের শেষ কথা।
তথ্য। “রহূগণৈতৎ তপসা ন যাতি’’ ও “নৈষাং মতিস্তাবৎ”- শ্রীমদ্ভাগবতোক্ত ৫ /১২/১২ ও ৭/৫/৩২ শ্লোকদ্বয় আলোচ্য।