ভক্তের ধ্যানানুযায়ী ভগবানের নিত্য স্বরূপ-প্রকাশ—
যেখানে যেরূপ ভক্ত-গণে করে ধ্যান।সেই রূপে সেইখানে প্রভু বিদ্যমান॥