সেবক হইলে এই মত বুদ্ধি হয়।
সেবকে সে প্রভুর সকল দণ্ড সয়॥
নিরন্তর সেবাপরচিত্ত আত্মস্বরূপের উপলব্ধি –ক্রমে ভগবদ্বিহিত কোন কার্যে স্বীয় অসন্তোস নাম প্রকাশ করেন না —আপনাকে দণ্ডার্হজ্ঞানে ভগবানের বিধান শিরে ধারণ করিয়া স্বীয় পূর্ব অপরাধের যোগ্যতাই বিচার করেন এবং ধীরভাবে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ প্রভৃতি ফল লাভের উদ্দেশ্যে ভগবদ্বিধানের প্রতিকূল-চেষ্টা-বিশিষ্ট হন না। এতৎপ্রসঙ্গে (ভাঃ ১০/১৪/৮) “তত্তেঽনুকম্পাং” শ্লোক এবং শ্রীগৌরসুন্দরের কথিত “আশ্লিষ্য বা পাদরতাং’’ শ্লোকদ্বয় আলোচ্য।