মহাপ্রভুর নৃত্য-দর্শনে নদীয়াবাসিগণের শচী-জগন্নাথের প্রশংসা—
সে হুকার, সে গর্জন, সে প্রেমের ধার।দেখিয়া কান্দয়ে স্ত্রী-পুরুষ নদীয়ার॥
কেহ বলে,—“শচীর চরণে নমস্কার।হেন মহাপুরুষ জন্মিল গর্ভে যাঁ’র”॥৫০৪॥