অদ্ভুত দেখিলুঁ নৃত্য, অদ্ভুত কীর্তন।
অপরাধ-অনুরূপ পাইলুঁ তর্জন॥”
তাপস ব্রহ্মচারী নির্বিশেষ-বিচারপর ছিলেন; তাঁহাতে সেবা-প্রবৃত্তির অভাব থাকায় ভগবৎপ্রেমোন্মত্ত দৃশ্য তাঁহার নিকট আদরের ছিল না। উহাই তাঁহার অপরাধের কারণ। জড় জগতে বিষয়োন্মত্ত জীবগণের নৃত্য বা অভাব-জনিত ক্রন্দনের সহিত যাহারা ভগবৎ কথামোদে হাস্য-গীত ও ক্রন্দন-পরায়ণ ভগবদ্ভক্তকে সমজ্ঞান করে, তাহারা অপরাধী জীব। শ্রীগৌরসুন্দরের শাসন ও তাড়ন-বাক্যে নির্বিশেষ-বিচার পর ব্রহ্মচারীর দণ্ডলাভ ফলে জ্ঞানের উদয় হইল।