প্রিয়তম নিত্যানন্দ-সঙ্গে কুতূহলে।
ভকত সমাজে নিজ-নাম-রসে খেলে॥
নিজ-নামরস—শ্রীভগবান্ রসময়। ভগবান্ ও ভগবন্নাম অভিন্ন। সুতরাং নামও রসময়। ভগবানের নাম বা বৈকুণ্ঠ নাম ইতর নাম বা সংজ্ঞা হইতে পৃথক্। ভগবানের নিজ ভক্তগণের মধ্যে যে নামরস প্রবল, তাহাতে ভগবান্ গৌরহরি স্বয়ংই আত্মবিস্মৃত হন। ভক্তবাৎসল্যই তাঁহার বিস্মৃতির কারণ।