প্রভুর সর্ব নবদ্বীপে নৃত্য ও নৃত্যের কাল—
সর্ব-নবদ্বীপে নাচে ত্রিভুবন-রায়।
‘গাদিগাছা’, ‘পারডাঙ্গা’, ‘মাজিদা’, দিয়া যায়॥
নবদ্বীপের বিভিন্ন পল্লীর মধ্যে গাদিগাছা —বর্তমান স্বরূপগঞ্জ, ট্যাংরা, মহেশগঞ্জ প্রভৃতি গ্রাম। পারডাঙ্গা,—বর্তমান ব্ৰহ্মনগরের নিকটবর্তী ক্ষেত্র। মাজিদা—মধ্যদ্বীপ প্রভৃতি। বর্তমান কালে ‘পারডাঙ্গা’ গ্রামের অবস্থিতি বিলুপ্ত হইয়াছে বা গ্রামের নামান্তর ঘটিয়াছে।