এই ব্যাখা করে ভাষ্যকারের সমাজে।
মুক্ত-সব লীলা-তনু করি’ কৃষ্ণ ভজে॥৪৭২॥
সর্বজ্ঞ বিষ্ণুস্বামী ভাষ্যকারগণের মধ্যে আদি পুরুষ, তিনি লিখিয়াছেন যে জীবগণ মুক্ত হইয়া মায়া হইতে স্বাধীনভাবে লীলাময়বিগ্রহ ভগবানের নিত্য-সেবা করিয়া থাকেন। লীলা-বিশেষ গ্রহণ ব্যতীত মানবের নশ্বর ক্রিয়ায় যে সেবা দেখা যায়, তাহা ক্ষণভঙ্গুর। শ্রীধরস্বামিপাদ মূলভাষ্যকারের বাক্য শ্রীমদ্ভাগবতের স্বীয় টীকায় উদ্ধার করিয়াছেন। সকল ভাষ্যকারই বদ্ধ জড় জগতে নশ্বর ক্রিয়াসমূহকে ‘ভজন’ বলিয়া স্বীকার করেন না; পরন্তু নিত্যলীলাময়ের স্বরূপ বা বিগ্রহের আদর করেন।