তথাহি (পদমপুরাণ আদিখণ্ড ৩১/১১২)—
প্রার্থয়েদ্বৈষ্ণবস্যান্নং প্রযত্নেন বিচক্ষণঃ।
সর্ব-পাপবিশুদ্ধ্যর্থং তদভাবে জলং পিবেৎ॥
অনুবাদ। পণ্ডিত ব্যক্তির সর্বপাপবিশুদ্ব্যার্থে প্রকৃষ্টরূপে যত্নের সহিত বৈষ্ণবের নিকট ভগবৎপ্রসাদ (বৈষ্ণবের দ্বারা নিবেদিত) বা বৈষ্ণবের ভুক্তাবশেষ অন্ন প্রার্থনা করা কর্তব্য। তাহা না পাইলে অন্ততঃ বৈষ্ণবের উচ্ছিষ্ট জল অথবা তৎপাদধৌত জল পান করিবেন।