‘বৈষ্ণবের জল-পানে বিষ্ণু-ভক্তি হয়।’
সবারে বুঝায় প্রভু গৌরাঙ্গ সদয়॥
“গৃহ্নীয়াদ্ বৈষ্ণবাজ্জলম”—যে জল বৈষ্ণব গ্রহণ করিয়া অবশেষ রাখেন, সেই জলপানে বিষ্ণুভক্তি উন্মোষিত হয়। অকিঞ্চন বৈষ্ণবের অন্য সকল দ্রব্যে সাধারণের ধন জ্ঞান হয় আর অকিঞ্চিৎকর নীর মূল্যহীন জ্ঞানে অনাদরের বস্তু হয়।