ভক্তগৃহে জলপানের ফল প্রভুর স্বমুখে কীর্তন—
আজি মোর ভক্তি হৈল কৃষ্ণের চরণে।
শ্রীধরের জল পান করিলোঁ যখনে॥
শ্রীগৌরসুন্দর শ্রীধরের বাক্য শ্রবণ করিয়া তাঁহার জীর্ণ জলপাত্রে জল পান করায় কৃষ্ণসেবা বৃত্তি উন্মোষিত হইল। এতদ্দারা কৃষ্ণবিস্মৃতি নাশ হইল এবং বহির্জগতের সুখানুসন্ধান- রহিত হইয়া ভগবৎসেবায় প্রতিষ্ঠিত হওয়ায় শরীর শোধিত হইল বলিলেন। জনার্দন—ভাবগ্রাহী, তিনি জড়জগতের ঐশ্বর্য দ্বারা সেবিত হইবার পরিবর্তে জীবের নিষ্কপট হৃদয়ের সেবা গ্রহণ করেন।