দরিদ্রতানিবন্ধন প্রভুর যথাযোগ্য সেবায় অসমর্থ হওয়ায় শ্রীধরের মূর্চ্ছা—
‘মরিলুঁ মরিলুঁ বলি’ ডাকয়ে শ্রীধর।
“মোরে সংহারিতে সে আইলা মোর ঘর॥”
শ্রীধরের জীর্ণ লৌহ পাত্রে মহাপ্রভু পরমানন্দে জল পান করিলেন। দরিদ্র শ্রীধর গৌরসুন্দরের অযাচিত সেবা গ্রহণ দর্শনে স্বীয় দারিদ্র্যনিবন্ধন ভাগ্যের দোষারোপ করিতে করিতে বলিতে লাগিলেন,—“শ্রীগৌরসুন্দরের যোগ্য সম্ভাষণ আমা-দ্বারা হইল না, সুতরাং আমাকে মারিবার জন্যই —হৃদয়ে দুঃখ দিবার জন্যই মহাপ্রভু বলপূর্বক স্ফুটিত লৌহপাত্রে জল পান করিলেন।