সন্ন্যাসীও মোর যদি না লয় শরণ।সেহ মোর নহে, সত্য বলিলুঁ বচন॥
সর্বশ্রেষ্ঠ আশ্রমী যতিও যদি ভগবৎসেবা বিমুখ হয়, তাহা হইলে তাহাকে ভগবানের নিজ-জন বলিয়া স্বীকার করিতে হইবে না; ইহাই ধ্রুব সত্য।