প্রভুর শ্রীধরগৃহে গমন ও জীর্ণ লৌহপাত্রে জলপানে—
সর্ব-মুখে ‘হরি’-নাম শুনি’ প্রভু হাসে।নাচিয়া চলিলা প্রভু শ্রীধরের বাসে॥
তন্তুবায়-পল্লী হইতে শ্রীগৌরসুন্দর শ্রীধরের অঙ্গনে গেলেন।