প্রভুর তন্ত্তবায়-পল্লীতে প্রবেশ ও তথায় মঙ্গলধ্বনি—
এই মত সকল নগরে শোভা করে।আইলা ঠাকুর তন্ত্তবায়ের নগরে॥
‘শঙ্খবণিক-নগর’ হইতে নগরের তন্তুবায়-পল্লীতে আসিয়া উপস্থিত হইলেন। তন্তুবায়-পল্লী এখনও বর্তমান।