চণ্ডালেও মোহার শরণ যদি লয়।সেহ মোর, মুঞি তার, জানিহ নিশ্চয়॥
কর্মকালে যদিও বর্তমান মানবজীবনে কেহ সুনীচতা লাভ করেন, তথাপি তাঁহার ভগবৎসেবোন্মুখতা প্রবল থাকিলে তিনিই আমার নিজ-জন। তিনিই ‘মামকী তনু’ ব্রাহ্মণ, এবিষয়ে কোন সন্দেহ নাই।