প্রভুর শঙ্খবণিক নগরে প্রবেশ ও ঘরে ঘরে আনন্দ-কোলাহল—
অনন্ত অর্বুদ লোক সঙ্গে বিশ্বম্ভর।প্রবেশ করিলা শঙ্খ-বণিক-নগর॥
কাজীর সঙ্কীর্তন-বিরোধ দমন করিয়া ভগবান্ শ্রীগৌরসুন্দর কীর্তন বাহিনী লইয়া নিকটস্থ ‘শঙ্খবণিক-নগরে’ উপস্থিত হইলেন।