কাজীর বাড়ীর পথ ধরিলা ঠাকুর।বাদ্য-কোলাহল কাজী শুনয়ে প্রচুর॥
‘সিমুলিয়া’-গ্রাম হইতে বর্তমান ‘বামনপুকুর’-গ্রামে আসিবার পথ; সেখানে প্রাচীন কাজীবাড়ি ছিল; উহা এখনও আছে।