প্রভুর অপূর্ব ভাবাবেশ-দর্শনে বিবিধজনের বিবিধ উক্তি—
এই মত অপূর্ব দেখিয়া সর্ব জন। সবেই বলেন,—“এ পুরুষ—নারায়ণ॥”