রহিয়া রহিয়া বলে প্রভু বিশ্বম্ভর।
“আজি কেন প্রেম-যোগ না পাঙ নির্ভর ?॥
ভগবানের নাম রূপ গুণ-পরিকর-বৈশিষ্ট্য ও লীলার বিরোধী জড়ক্রিয়াবিমুক্ত যোগি সম্প্রদায় কৃষ্ণপ্রীতির অনুসন্ধান করেন না। সে-জন্য তাঁহাদের সাংসারিক মহত্ত্ব থাকিলেও চতুর্বর্গের অতীত ভগবৎপ্রেমের বিরোধ-ভাবই তাহাদিগকে গ্রাস করে। সেইরূপ বর্জনীয় সঙ্গ লোকচক্ষে শ্রেষ্ঠ বিচারিত হইলেও তদ্দ্বারা প্রেমলাভের সম্ভাবনা নাই। শ্রীগৌরসুন্দর প্রেমবিরোধী জনসঙ্গে প্রেমাভাব জ্ঞাপন করিলেন।