তাৎকালিক সিমুলিয়ার অবস্থান—
নদীয়ার একান্ত নগর ‘সিমুলিয়া’।নাচিতে নাচিতে প্রভু উত্তরিলা গিয়া॥
‘গঙ্গানগর’ হইতে উত্তর-পূর্বদিকে অর্ধক্রোশ আসিলে যে ‘শিমুলিয়া’-নগর অবস্থিত ছিল, তাহা নদীয়া-নগরের এক প্রান্তে।