নগরিয়াগণের কৃষ্ণোন্মাদ-দর্শনে পাষণ্ডগণের গাত্রদাহ—
নগরিয়া সকলের উন্মাদ দেখিয়া।
মরয়ে পাষণ্ডী সব জ্বলিয়া পুড়িয়া॥
নাম-ভজন-প্রণালী ও নাম-কীর্তনের বিরোধ-ভাব পোষক পাষণ্ডিগণ সর্বদা জ্বলিয়া পুড়িয়া ক্লিষ্ট থাকে এবং দশপ্রকার মৃত্যুর কোন না কোন প্রকার মৃত্যু আবাহন করে। তাহারা ঈর্ষান্বিত হইয়া স্বীয় গাত্রদাহ নিবারণের জন্য ভগবদ্ভক্তের বিদ্বেষ করিয়া থাকে।