সর্ব-বন্দ্য মহেশ্বর যে-নাম প্রভাবে।
হেন নাম সর্বলোকে শুনে, বলে এবে॥
মহাদেব—সকলদেবতার বন্দ্য; তিনি যে নামগান করেন, তাহা তাঁহার নিকট হইতে শ্রবণ করিয়াই দেবমনুষ্যাদি গান করিয়া থাকেন। বিষ্ণুস্বামি-সম্প্রদায় সেই আদিপুরুষ রুদ্র হইতে খৃষ্টজন্মের ২০০ শত বৎসর পূর্বে মাদুরা প্রদেশে উদ্ভূত হইয়াছিলেন। তাঁহারই ধারায় ‘নামকৌমুদী’-লেখক শ্রীলক্ষ্মীধর ও তাঁহার ভ্রাতা শ্রীধরস্বামিপাদ শুদ্ধাদ্বৈত-বিচার পরা রচনার দ্বারা শ্রীনামের প্রভাব বর্ণন করিয়াছেন; শ্রীসনাতন গোস্বামি-প্রভু শ্রীনামকৌমুদী’ প্রভৃতি গ্রন্থের বহুমানন করিয়াছেন। ‘প্রেমাকর’ প্রভৃতির বংশধরগণ বল্লভাচার্যের কুলগুরু-সূত্রে শ্রীনামের অচিন্ত্য প্রভাব উপলব্ধি করেন নাই।