যে-নাম প্রভাবে তীর্থ-রাজ বারাণসী।
যাহা গায় শুদ্ধ-সত্ত্ব শ্বেতদ্বীপ-বাসী॥
পঞ্চবদন-মহাদেববারাণসীতে অবস্থান করিয়া ভগবন্নাম গ্রহণ করেন; তজ্জন্যই বারাণসী প্রধান তীর্থরাজ অর্থাৎ প্রধান স্বারস্বত-ক্ষেত্র। শ্বেতদ্বীপবাসী শুদ্ধসত্ত্ব ভগবৎপাষদ নিচয় মিশ্রগুণ হইতে সুদূরে অবস্থানপূর্বক শ্রীনাম-প্রভাবে গান করিয়া থাকেন।