ঝাট কহ গিয়া যথা আছে চিত্রগুপ্ত।
পাপীর লিখন সব ঝাট কর লুপ্ত॥
যমের সংখ্যা—চতুর্দশ; তন্মধ্যে চিত্রগুপ্ত অন্যতম; তিনি মানবের পাপ-পুণ্যাদির হিসাব লিখিয়া থাকেন। কোন ব্যক্তি নাম গ্রহণকালে উন্মত্ত হইয়া বলিতেছেন যে, চিত্রগুপ্ত যম পাপ পরায়ণ মানবগণের সম্বন্ধে যাহা যাহা লিপিবদ্ধ করিয়াছেন, তাহা সমস্তই সম্প্রতি নাম গ্রহণপ্রভাবে মুছিয়া ফেলুন।