যে নাম-প্রভাবে তোর ধর্মরাজ যম।যে নামে তরিল অজামিল বিপ্রাধম॥
হরি-নাম-প্রভাবেই যমের ধর্মরাজ’-সংজ্ঞা। বিপ্রাপসদ অজামিল নামাভাস প্রভাবেই যমরাজের হস্ত হইতে উদ্ধারপাইয়াছিলেন অর্থাৎ যমরাজ অজামিলের নামাভাস গ্রহণ হেতুই তাহাকে ছাড়িয়া দিয়াছিলেন॥