সুকুমার-পদাম্বুজ প্রভুর জানিয়া।
জিহ্বা প্রকাশিলা দেবী পুষ্প-রূপ হঞা॥
বসুমতীর জিহ্বা পুষ্পের সহিত তুলনা হইয়াছে। দেবী বসুমতী পুষ্পরূপিণী নিজ জিহ্বা প্রকাশ করিলেন। তদুপরি অর্থাৎ পুষ্পাস্তরণে গৌরসুন্দরের সুকোমল পাদপদ্ম বিচরণ করিবার জন্য পথগুলি পুষ্পশোভিত হইল।