সর্বদ্বারে মঙ্গলাচার ও দেবগণের পুষ্পবৃষ্টি—
সকল দুয়ার শোভা করে সুমঙ্গলে।রম্ভা, পূর্ণ-ঘট, আম্রসার, দীপ জ্বলে॥