অবিচ্ছিন্ন হরিধ্বনি সর্বলোকে করে।
ব্রহ্মাণ্ড ভেদিয়া ধ্বনি যায় বৈকুণ্ঠেরে॥
বদ্ধজীবের কর্ণপটহে যে-সকল শব্দ ধ্বনিত হয়, তাহার বিচার চতুর্দশ ভুবনের অন্তর্গত রাজ্যে অবস্থিত। বৈকুণ্ঠশব্দ এই চতুর্দশ ভুবন, বিরজা ও ব্রহ্মলোক ভেদ করিয়া ব্রহ্মাণ্ডের কর্ণপটহ ছেদনপূর্বক একায়ন-পদ্ধতিতে অবস্থান করে।