গ্রন্থকার-কর্তৃক সপরিকর শ্রীগৌরসুন্দরের ও শ্রীনামের জয়গান—
জয় জয় জয়, নগর-কীর্তন,
জয় বিশ্বম্ভর-নৃত্য।
বিংশ-পদ গীত, চৈতন্য-চরিত,
জয় চৈতন্যের ভৃত্য॥
বিংশতি পদগীত—“নাচে বিশ্বম্ভর’’ হইতে আরম্ভ করিয়া “মাঝে শোভে দ্বিজরাজ” পর্যন্ত বিশটি গীত।