সংকীর্তন-কালে প্রভুর বিবিধ লীলা—
নিত্যানন্দ ধরি, বীরাসন করি’,
ক্ষণে মহাপ্রভু বৈসে।
বাম কক্ষে তালি, দিয়া কুতূহলী,
‘হরি হরি’ বলি’ হাসে॥
তথ্য। বীরাসন---“বীরানাং সাধকানামাসনম্ ।’’ সাধকদিগের আসনবিশেষ। এই আসনে আসীন হইয়া সাধকগণ সাধনা করিয়া থাকেন। একপাদমথৈকস্মিন্ বিন্যস্যেদুরূসংস্থিত। ইতরস্মিন্ তথা পশ্চাদ্ বীরাসনমিদং বিদুঃ॥—(ঘেরশুসংহিতা)। পূজাদির সঙ্কল্প ‘বীরাসনে’ বসিয়া করিতে হয়। বাম উরুর উপর দক্ষিণ জঙ্ঘা প্রতিষ্ঠাপিত করিয়া অবস্থিতির নাম—“বীরাসন’।