প্রভুর ভাবাবেশে পতনকালে নিত্যানন্দের রক্ষা—
প্রভুর আনন্দ, জানে নিত্যানন্দ,যখন যেরূপ হয়।পড়িবার বেলে, দুই বাহু মেলে,যেন অঙ্গে প্রভু রয়॥
বেলে—বেলায়, সময়।