ভক্তগণের কীর্তন পদ—
“হরি বল মুগ্ধ লোক, ‘হরি’ ‘হরি’ বল রে।
নামাভাসে নাহি রয় শমন-ভয় রে॥”ধ্রু॥
অপরাধশূন্য ও অপরিব্যক্ত সম্বন্ধ-জ্ঞানবিশিষ্ট নামউচ্চারণকেই ‘নামাভাস’ বলে, উহাতে জীবের মুক্তিলাভ ঘটে। যেরূপ নামাপরাধে ক্লেশের সম্ভাবনা থাকে, নামের আভাসে তদ্রূপ যমদণ্ডে দণ্ডিত হইবার ক্লেশের কোন সম্ভাবনা থাকে না।