প্রভুর সে আজ্ঞা নাহি কেহ যাইবারে।
‘সংগোপে থাকিবা’, এই বলিলুঁ তোমারে॥
পয়ঃপানব্রত ব্রহ্মচারীর নিস্পাপ শরীর-সত্ত্বেও মহাপ্রভুর আদেশে ভগবৎ কীর্তন-শ্রবণে অধিকার না থাকায় শ্রীবাসের নিকট অবস্থান ও দর্শনের যাচ্ঞা করায় তিনি তাহাকে আত্মগোপন পূর্বক অবস্থান করিতে পরামর্শ দিলেন।