ব্রহ্মসুখ-স্বরূপ অপূর্ব দেখি’ রঙ্গ।সবে হৈলা নর-রূপে চৈতন্যের সঙ্গ॥
সকল দেবতা পূর্ণসুখস্বরূপের অপূর্বরঙ্গ দেখিয়া নররূপ ধারণপূর্বক শ্রীচৈতন্যদেবের অতিদুর্লভ সঙ্গ লাভ করিতে লাগিলেন।