ব্রহ্মলোক, শিবলোক, বৈকুণ্ঠ পর্যন্ত।
কৃষ্ণ-সুখে পূর্ণ হৈলা, নাহি তা’র অন্ত॥
‘হরি’- শব্দ উচ্চৈঃস্বরে উচ্চারিত হওয়ায় চতুর্দশভুবনের শব্দোদিষ্ট বিষয়গুলি অতিক্রান্ত হইল। ব্রহ্মলোক, শিবলোক ও তদুপরি ঐশ্বর্যময় বৈকুণ্ঠলোক—যাহা গোলোকের নিম্নার্ধ, তৎসমস্তই কৃষ্ণসুখে পূর্ণতা লাভ করিল।