কীর্তনাবেশে সকলের পথভ্রান্তি ও চতুর্দশ ভুবনের শব্দোদ্দিষ্ট বিষয়-অতিক্ৰমণ—
কীর্তন করেন সবে ঠাকুরের সনে।‘কোন্ দিগে যাই’ ইহা কেহ নাহি জানে॥