চৈতন্যচন্দ্রের এই আদি সংকীর্তন।
ভক্তগণ গায়, নাচে শ্রীশচীনন্দন॥
সারঙ্গধর—ধনুষ্পাণি। শ্রীগৌরসুন্দরের আদি- সঙ্কীর্তনে শ্রীরামচন্দ্রের চরণে মনঃসংযোগের বিধান রহিয়াছেন। ভক্তগণের অধিকার-ভেদে কেহ কেবল-বাসুদেবের উপাসক,কেহ বা লক্ষী-নরায়ণের উপাসক, কেহ বা সীতরামের উপাসক। সাধকের উত্তরোত্তর শ্রেষ্ঠ আদর্শ সেব্য-পর্য্যায়ের প্রকাশভেদের প্রয়োজনীয়তা আছে। ভগবদ্ভক্তগণ চিরদিনই নীতিবিরুদ্ধ পাপে বিতৃষ্ণ; তাঁহারা সর্বদাই সকলের ও নিজের মঙ্গল সাধনের উদ্দেশ্য-বিশিষ্ট। ইহ-জগতের অবরতা, অসম্পূর্ণতা, অনুপাদেয়তা, পরিচ্ছেদ কালক্ষোভ্য ধর্ম প্রভৃতি ভগবানে, ভগবদ্ধামে ও ভগবল্লীলায় আরোপ করিতে গেলে নিত্যা ভক্তির স্বরূপ-বিপর্যয় করা হয়।