প্রভুর শ্রীমুখ-দর্শনে নারীগণের উলুধ্বনিপূর্বক হরিধ্বনি এবং প্রতি ঘরে মঙ্গলাচার—
প্রভুর শ্রীমুখ দেখি’ সব নারীগণ।হুলাহুলি দিয়া ‘হরি’ বলে অনুক্ষণ॥
হুলহুলি-উলুউলু; উলুধ্বনি।