চতুর্দিকে আপন-বিগ্রহ ভক্তগণ।বাহির হইলা প্রভু শ্রীশচী-নন্দন॥
আপনবিগ্রহ,—নিজমূর্তি; ভগবানের কলেবরের চতুর্দিকে ভক্তগণ বেষ্টন করিয়াছিলেন।