অবতার এমত কি আছে অদ্ভুত।
যাহা প্রকাশিলেন হইয়া শচীসুত॥
শ্রীচৈতন্যদেবের অনন্ত কোটীভৃত্য; অবতারীর বিভিন্ন অবতার এই ভৃত্যসকল নানাপ্রকারে ভগবানের তত্তৎলীলার সাহায্য করিয়াছেন। বেদব্যাস পুরাণরচনা-কালে তাহা ব্যক্ত করিয়াছেন ও করিবেন। শ্রীমদ্ভাগবতে “কৃষ্ণবর্ণং ত্বির্ষাঽকৃষ্ণং’’ শ্লোক বর্ণিত হইয়াছে। গ্রন্থকার নিজ দৈন্য জানাইতে গিয়া বলিতেছেন,—“মাদৃশ মানবের বেদব্যাসের ন্যায় বর্ণনশক্তির অভাব আছে।’’
শ্রীশচীনন্দনের অবতারে যে অদ্ভুত লীলা প্রকাশিত আছে, তাহা তাঁহার অন্যান্য প্রকাশবিশেষে প্রকটিত হয় নাই। অবতার সমূহের লীলা-বৰ্ণন যাহা বেদব্যাস বর্ণন করেন নাই, তদতিরিক্ত ঔদার্যলীলার পরাকাষ্ঠা এই করুণাবতারীর লীলায় প্রকটিত হইয়াছে।